Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ১৯:৫৯

প্রতীকী ছবি: সারাবাংলা

বরিশাল: বরিশালের গৌরনদীতে পুকুর থেকে ভাসমান অবস্থায় আরমান দফাদার (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সকালে উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী বাজার সংলগ্ন পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরমান মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের রহমান দফাদারের ছেলে।

নিহতের স্বজনরা জানায়, আরমান দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি নিয়মিত গৌরনদীর পিঙ্গলাকাঠী বাজার এলাকায় আজিম উদ্দিন ফকিরের মাজারে যেতেন। শুক্রবার রাতে স্থানীয়রা পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। তবে পুলিশ শনিবার সকালে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

বিজ্ঞাপন

নিহত আরমানের বাবা রহমান দফাদার বলেন, ‘মানসিক সমস্যার কারণে আমার ছেলে প্রায়ই মাজারে যেত। কিভাবে তার মৃত্যু হলো তা এখনো বুঝে উঠতে পারছি না।’

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এইচআই

বরিশাল মরদেহ মরদেহ উদ্ধার যুবক নিহত

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর