কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে চৈতি রানী নামে দেড়বছর বয়সী এক শিশুর পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার ছিনাই ইউনিয়ন জয়কুমর গ্রামে এ ঘটনা ঘটে।
চৈতি রানী ওই গ্রামের শংকর কর্মকারের মেয়ে।
এলাকাবাসী জানান, বিকেল ৪টার দিকে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায় চৈতি। পরে স্বজনরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইছাহক আলী বিষয়টি নিশ্চিত করেছেন।