Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় জমি দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২০:১১ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ২০:৫২

আটক ৪ আসামি। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে জমি দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।

শনিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার রামজীবনপুরের কেয়াতলা এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পাঁচজন হলেন- আব্দুল মালেক গাজী (৫০), আরিফুল ইসলাম (১৫), আরিফুল ইসলাম (২৮), আবু সাঈদ (১৫) ও আব্দুল্লাহ আল মামুন (৩৫)। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অবস্থা গুরুতর হওয়ায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা সবাই রামজীবনপুর ও কেয়াতলার বাসিন্দা।

আটক আসামিরা হলেন, আশরাফুল ইসলাম (২৫), আমানুল্লাহ ইমন (২৩), মারুফ হোসেন (২২) ও আব্দুল্লাহ আল মামুন (২০)। আটক চারজনের মধ্যে দু’জন পুরাতন সাতক্ষীরা ও দুজন সখিপুর এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, রামজীবনপুরের শাহাজান ও একই এলাকার সোহেল রেজা ফরেজ-এর সাথে একটি জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল। শাহাজানের পরিবার প্রভাব খাটিয়ে জমিটি দখল করে রাখে। কিন্তু পাঁচ আগস্টের পর উচ্চ আদালতের রায়ে জমির মালিকানা পায় সোহেল রেজা। এরপর তিনি জমিটি দখল করে নেন। শনিবার (২ আগস্ট) বহিরাগত সন্ত্রাসী নিয়ে ওই জমি দখল করতে যান শাহাজান। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে শাহাজানের সঙ্গে থাকা কয়েকজন গুলি ছুঁড়লে প্রতিপক্ষের পাঁচজন গুলিবিদ্ধ হয়।

ঘটনার বিষয়ে গুলিবিদ্ধ আব্দুল মালেক গাজীর ভাগনে আরিফুল ইসলাম জানান, সমুদয় কাগজপত্র আমাদের অনুকূলে। কিন্তু বিগত সরকারের সময়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত শাহাজান ও তার লোকজন ওই জমি দখল করে রাখে। আমরা নিজেদের জমি দখলে নেওয়ার পর শনিবার শাহাজান অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী নিয়ে জমি দখলের চেষ্টা করে।

পুলিশের হাতে আটক আশরাফুল ইসলাম জানান, তাদের জমি জোরপূর্বক আব্দুল মালেক ও তার লোকজন দখল করে রেখেছে। শনিবার বংশের লোকজন নিয়ে তারা জমি উদ্ধারে গেলে তাদের ওপর হামলা করে স্থানীয়রা। তবে কে বা কারা গুলি করেছে সে বিষয়ে জানেন না বলে দাবি করেন তিনি।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, খবর পেয়ে চারজনকে আটক করা হয়েছে। এখনও লিখিত অভিযোগ পাইনি। ঘটনার তদন্ত চলছে।

সারাবাংলা/এসএস

আটক গুলিবিদ্ধ জমি দখল সংঘর্ষ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর