Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় ৪ প্রবাসী পেলেন রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২০:৪৪

সাতক্ষীরা: সাতক্ষীরায় ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে জেলার সর্বোচ্চ চারজন রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়েছে।

শনিবার (২ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোস্তফা জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল এবং অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান হোসেন। এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষক ও আইসিটি) রিপন বিশ্বাস, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম এবং ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড সাতক্ষীরা শাখার ভাইস প্রেসিডেন্ট সাদেক আলী উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার—বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এবার সম্মাননা প্রাপ্ত চার রেমিট্যান্স যোদ্ধা হলেন—মালয়েশিয়া প্রবাসী রত্না খাতুন, মালয়েশিয়া প্রবাসী মো. কামরুজ্জামান, মালয়েশিয়া প্রবাসী হুমায়ুন কবির ও নরওয়ে প্রবাসী সুমাইয়া সিদ্দিক।

এছাড়া, বিদেশে সর্বাধিক কর্মী পাঠানোর কারণে এজেন্সি আল নূর ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী মোহাম্মদ আবু বকর সিদ্দিককেও সম্মাননা দেওয়া হয়।

সারাবাংলা/এসএস

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সম্মাননা

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর