Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২১:০৪

ভুক্তভোগী পরিবারদের মাঝে চাল বিতরণ করেন ইউএনও মারিয়া হক।

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলায় নদী ভাঙন এলাকা পরিদর্শনের সময় ভুক্তভোগী ১০০ পরিবারের মাঝে চাল বিতরণ করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারিয়া হক।

শনিবার (২ আগস্ট) উপজেলার মিজানপুর ইউনিয়ন পরিষদের মহাদেবপুর ও রামচন্দ্রপুর এলাকায় ভুক্তভোগী পরিবারদের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণের সময় মিজানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা কৃষি অফিসার মো. জনি খান, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্লাবন আলী, পরিষদের সদস্য মো. শফি মন্ডল, মো. রোকন খাঁ, মহিলা সদস্য মোছা. আছিয়া বেগম, মো. রাশেদা আক্তার ও মোছা. রানু বেগমসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, ‘গত কয়েক দিনের টানা বৃষ্টির কারণে মিজানপুন ইউনিয়নে কয়েকটি স্থানে নদী ভাঙন দেখা দিয়েছে। নদী ভাঙন হলে নদী পাড়ের মানুষের অনেক কষ্ট হয়। নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে জিও ব্যাগ ফেলানো হচ্ছে।’

জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও নদীর স্রোত বৃদ্ধির কারণে রাজবাড়ী সদর উপজেলার মহাদেবপুর, চর সিলিমপুর, মেছোঘাটা, রামচন্দ্রপুর এলাকর কিছু স্থানে ভাঙ্গন দেখা গেছে। ঝুঁকিতে রয়েছে নদী তীরবর্তী সদরের মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাড়িঘরসহ বিভিন্ন স্থাপনা। নদী তীরের শত শত পরিবারের দিন কাটছে চরম আতঙ্কে।

সারাবাংলা/এইচআই

চাল বিতরণ নদী ভাঙন রাজবাড়ী

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর