Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে সুনামগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২১:৩৯

বিভিন্ন দাবিতে সুনামগঞ্জে শিক্ষকদের মানববন্ধন

সুনামগঞ্জ: জেলায় শিক্ষাব্যবস্থা জাতীয়করণ, নিঃস্বার্থ বদলি, দ্রুত অবসর ও কল্যাণ ভাতা প্রদান, বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং ধর্ম শিক্ষার অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে কওমি সনদে সরকারি চাকরি এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিও জানানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে জাতীয় শিক্ষক ফোরাম সুনামগঞ্জ জেলা শাখা এই মানববন্ধনের আয়োজন করে।

জাতীয় শিক্ষক ফোরামের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা ইলিয়াস আহমদের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি ও সুনামগঞ্জ-৪ আসনের এমপি পদপ্রার্থী মুফতি শহীদুল ইসলাম পলাশী।

বিজ্ঞাপন

এ সময় আলহাজ্ব রহমতুল্লাহ, মাওলানা আব্দুস শহীদ, মুফতি আব্দুল হাই, আব্দুর রশিদ, ফজলে রাব্বি মারুফ, মাওলানা আব্দুল কাদিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বেসরকারি শিক্ষকরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার। এই বৈষম্য নিরসনে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান অন্তর্বর্তী সরকারও শিক্ষকদের বাড়ি ভাড়া ও উৎসব ভাতা বৃদ্ধিতে কার্যত কোনো পদক্ষেপ নেয়নি। এ কারণেই শিক্ষকরা আজ রাজপথে নেমে এসে দাবি আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন।’

বক্তারা আরও দাবি জানান, প্রতিটি উপজেলা ও জেলায় অন্তত একটি করে মাদরাসাকে জাতীয়করণ, ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণ ও উপবৃত্তি চালু করা, কওমি সনদের স্বীকৃতি দান এবং সনদ অনুযায়ী কর্মের ব্যবস্থা করা। এ ছাড়াও, বৈষম্য দূরীকরণের জন্য বেসরকারি মাধ্যমিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি জানানো হয় এই মানববন্ধন থেকে।

সারাবাংলা/এইচআই