Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২১:২৪

বজ্রপাত। প্রতীকী ছবি

রাজবাড়ী: জেলার পাংশা উপজেলায় বজ্রপাতে আনোয়ারা বেগম (৪০) ও তামিম (১৪) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) বিকেলে হাবাসপুরের কাচারীপাড়ার বিলে পাট ধোয়ার সময় এ ঘটনা ঘটে। নিহত আনোয়ারা বেগম হাবাসপুরের কাচারী পাড়ার নাজিম উদ্দির স্ত্রী ও তামিম একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, আনোয়ারা বেগম ও তামিম পাট ধুচ্ছিলেন। বিকেলে হঠাৎ প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। তারপরও তারা বিলের মধ্যে অবস্থান করেছিল। এ সময় বজ্রপাত হলে দু’জন ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সন্ধ‌্যা সা‌ড়ে ৬ টার দি‌কে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন বলেন, ‘দু’জনকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বজ্রাঘাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ পাংশা বজ্রপাত মৃত্যু রাজবাড়ী

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর