Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসলামী ছাত্র আন্দোলনের উপ-কমিটির সভাপতি নূরে আলম, সম্পাদক শামীম

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২২:০৪ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ২২:১৭

সভাপতি নূরে আলম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক শামীম মাতুব্বর। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের কার্যক্রম গতিশীল, ছাত্র রাজনীতিকে আরও সংগঠিত, কার্যকর ও সময়োপযোগী করার লক্ষ্যে উপ-কমিটি নবায়ন করা হয়েছে।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি অব স্কলার্স-এর শিক্ষার্থী নূরে আলম সিদ্দিকী, সহ-সভাপতি হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী খালিদ হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শামীম মাতুব্বর।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী এনায়েত বিন নাসির, প্রশিক্ষণ ও দাওয়াহ সম্পাদক স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়াকুব আলী, তথ্য ও গবেষণা সম্পাদক ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী কাজী মুহাম্মদ রুহিন, অর্থ ও কল্যাণ সম্পাদক নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী আবু সাইদ আসাদ, উচ্চ শিক্ষা ও ক্যারিয়ার সম্পাদক নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী এস. কে. সাব্বির, প্রচার ও মিডিয়া সম্পাদক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আশরাফুল ইসলাম, প্রকাশনা ও দফতর সম্পাদক নর্দার্ন ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী আহসানুল হক সোহান, আইন ও ছাত্র অধিকার সম্পাদক ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আলবিৎ হাসান, ক্রীড়া ও পাঠচক্র সম্পাদক ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাসরিফুর রহমান, ছাত্র কল্যাণ সম্পাদক ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু সাইদ এবং সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থী কামরুল ইসলাম।
এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষার্থী সাব্বির আহমাদ এবং আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী আব্দুল্লাহ আশ শাকুর।

বিজ্ঞাপন

শনিবার (২ আগস্ট) কেন্দ্রীয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক আরিফুল ইসলাম লিখন এর প্রস্তাবনায়, সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমানের সুপারিশে ২০২৫-২৬ সেশনের কমিটি অনুমোদন করেন কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর।

সারাবাংলা/এজেড/এইচআই

ইসলামী ছাত্র আন্দোলন উপ কমিটি সভাপতি নূরে আলম সম্পাদক শামীম

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর