Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে দুই রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা প্রদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২২:২৫ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ২৩:৩৭

ময়মনসিংহ: ময়মনসিংহে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ উপলক্ষে জেলার সর্বোচ্চ দুইজন রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীকে সম্মাননা দেওয়া হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) সকালে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী পরিচালক মোহাম্মদ লেহাজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা। তিনি রেমিট্যান্স যোদ্ধাদের পরিবারের হাতে এ সম্মাননা তুলে দেন।

এ সময় বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ব্যাংক ময়মনসিংহ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক শাহিনুর ইসলাম, প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল হাসান তাহেরী, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, রেমিট্যান্স যোদ্ধা রাবেয়া খাতুন ও আবু রায়হান রাজিব।

বিজ্ঞাপন

এর আগে “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার—বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” প্রতিপাদ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মাননা প্রাপ্ত দুই রেমিট্যান্স যোদ্ধা হলেন—যুক্তরাষ্ট্র প্রবাসী তৌকির আহমেদ ও সাউথ আফ্রিকা প্রবাসী রাজিবুল হাসান। অনুষ্ঠান শেষে দুইজন রেমিট্যান্স যোদ্ধার পরিবারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

এছাড়া, রেমিট্যান্স আহরণকারী সেরা প্রতিষ্ঠান হিসেবে ইসলামি ব্যাংক বাংলাদেশ, ময়মনসিংহ শাখাকেও সম্মাননা দেয়া হয়। প্রতিষ্ঠানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ইসলামি ব্যাংক ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান আবু জাফর মোহাম্মদ সালেহ।

সারাবাংলা/এসএস

যোদ্ধা রেমিট্যান্স সম্মাননা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর