Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের দাবিতে ইবি শিবিরের বিক্ষোভ

ইবি করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২৩:১২

কুষ্টিয়া: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতকরণ, সাজিদ আব্দুল্লাহর মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে ক্যাম্পাস সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির।

শনিবার (২ আগস্ট) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রধান ফটকে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এসময় তারা ‘জুলাইয়ের অঙ্গীকার, করতে হবে সংস্কার’ ‘যদি না হয় সংস্কার, এই প্রশাসন কি দরকার’, ‘ইবিতে ছাত্র সংসদ, চালু করো করতে হবে’, ‘জুলাইয়ের প্রশাসন, নিশ্চিত করবে আবাসন’, ‘নাপা সেন্টারের ডাক্তার, করতে হবে সংস্কার’, ‘সময়মতো পরীক্ষা চাই, সেশনজট চাই না ভাই’, ‘সনদপত্র তুলতে টালবাহানা, আর না আর না’, ‘কর্মকর্তা জমিদার, লাঞ্চ করতে দিন পার’, ‘সাজিদ মরলো কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেয়।

বিজ্ঞাপন

সমাবেশে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা সেক্রেটারি ইউসুব আলী বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক বছর পার হয়ে গেছে কিন্তু আমরা এখনও তেমন কোনো সংস্কার লক্ষ্য করিনি। আপনারা কোনো সংস্কার করতে পারেন নি। বিশ্ববিদ্যালয়ে এখনও ফ্যাসিবাদ মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। শিক্ষার্থীদের মৌলিক অধিকার আদায় হয় নি। বরং আমরা দেখেছি ক্যাম্পাসে ভাইয়ের লাশ। প্রশাসনকে বলতে চাই সময় থাকতে আপনারা সাবধান হয়ে যান। কোনো টালবাহানা করবেন না। ক্যাম্পাসের সংস্কার করুন। আর না হয় ছাত্রশিবির ছাত্রদের নিয়ে আপনাদের মসনদ তছনছ করে দিবে।’

সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘জুলাই বিপ্লবের এক বছর পার হলো কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য সংস্কার চোখে পড়ে নাই। আমরা ভেবেছিলাম জুলাইয়ের পরে আমাদের নিরাপত্তা নিয়ে ভাবতে হবে না, আমরা কথা বলার অধিকার পাবো, সনদপত্র তুলতে ভোগান্তি হবে না, চিকিৎসা কেন্দ্র সংস্কার হবে, ক্যাম্পাস ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হবে, গুম হওয়া ওয়ালীউল্লাহ-মুকাদ্দাস ভাইকে ফেরত পাবো। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে পারে নাই। এর মধ্য দিয়ে প্রশাসন জুলাই বিপ্লবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। ক্যাম্পাস কতটা অনিরাপদ হলে আমাদের ভাইয়ের লাশ পুকুরে পাওয়া যায়। কিন্তু এর নির্ভরযোগ্য কোনো ফুটেজ বা তথ্য প্রশাসন দিতে পারে নাই। ক্যাম্পাস সংস্কারের দাবিতে আমাদের কেন মাঠে নামতে হবে। আমরা তো জুলাইয়ে মাঠে নেমেছি। আপনারা ক্যাম্পাস সংস্কারে মনোযোগ দিন, শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করুন, বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করুন। আর যদি না করেন তাহলে আপনাদের আসসালামু আলাইকুম বলতে বাধ্য হবো। আমরা শিক্ষার্থীদের স্বার্থ বিসর্জন দিয়ে প্রশাসনকে সহযোগিতা হতে পারবো না।’

তিনি আরো বলেন, ‘ছাত্র সংসদ গঠনে শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠন বলার পরেও আইনের দোহাই দিয়ে প্রশাসন ছাত্র সংসদ গঠনের পদক্ষেপ নিচ্ছে না। কিন্তু ইবির পরে প্রতিষ্ঠিত অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনে পদক্ষেপ নিয়েছে। আপনার কেন পারছেন না? এই ভয়ে যে চেয়ার চলে যাবে? শিক্ষার্থীদের জন্য কাজ করলে তারাই আপনাদের চেয়ারে রাখবে। আর না হয় হাসিনাকে যেভাবে সরিয়েছে আপনাদেরও সেভাবে সরাবে। আপনারা সেশনজট নিরসনে শুধু সার্কুলার ছাড়া শিক্ষক নিয়োগের কোনো পদক্ষেপ নিতে পারেন নাই। কি মতলব আপনাদের? যখন টাকা খাওয়া যাবে তখন নিয়োগ দিবেন? এই সমস্ত টালবাহানা চলবে না। শিক্ষার্থীদের জন্য কাজ করুন, শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তুলুন।’

সারাবাংলা/এসএস

ইবি ক্যাম্পাস বিক্ষোভ শিবির

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর