Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশ সদর দফতরের নামে ছড়িয়ে পড়া চিঠি ভুয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২৩:২৫ | আপডেট: ২ আগস্ট ২০২৫ ২৩:৩৫

বাংলাদেশ পুলিশ। ফাইল ছবি

ঢাকা: সম্প্রতি পুলিশ সদর দফতরের নামে একটি ভুয়া চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন মাধ্যমে প্রচারিত হচ্ছে। চিঠিতে পুলিশ সদর দফতরের লেটারহেড ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে সংস্থাটি থেকে জানানো হয়েছে।

শনিবার (২ আগস্ট) রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ভুয়া চিঠির বিষয়ে পুলিশ সদর দফতরের বক্তব্যে বলা হয়, ওই চিঠিটি বাংলাদেশ পুলিশের কোনো দফতর থেকেই ইস্যু করা হয়নি। চিঠির বক্তব‍্য বানোয়াট, অনৈতিক ও পুলিশ সদর দফতরের অনুসৃত নীতিমালার পরিপন্থী। চিঠিতে স্বাক্ষরকারী হিসেবে যার নাম দেওয়া হয়েছে তিনি উল্লিখিত শাখাতেই কর্মরত নন।

বিজ্ঞাপন

এ ধরনের ভুয়া চিঠি তৈরি বা প্রচারে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে বার্তায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে ‘সুমাইয়া জাফরিন’ নামে এক নারীকে বাংলাদেশ পুলিশের এএসপি বলে উল্লেখ করা হয়েছে। বিষয়টিতে পুলিশের দৃষ্টি আকর্ষিত হয়েছে। সকলের বিভ্রান্তি নিরসনের জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ পুলিশে ‘সুমাইয়া জাফরিন’ নামে কোনো নারী কর্মকর্তা নেই।

সারাবাংলা/ইউজে/পিটিএম

চিঠি টপ নিউজ পুলিশ সদর দফতর ভুয়া

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর