ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের হৃদযন্ত্রের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে তিনি সপ্তাহখানেকের মধ্যেই বাসায় ফিরতে পারবেন বলে জানিয়েছেন দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় ডা. জাহাঙ্গীর কবির সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৮টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে এই অপারেশন হয়।
ডা. জাহাঙ্গীর কবির, ‘আলহামদুলিল্লাহ, শফিক সাহেবের অপারেশন অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপারেশনটি সম্পন্ন করেছি। আশা করছি, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
তিনি জানান, বাইপাস অপারেশনটি সময়মতো হওয়ায় জটিলতা হয়নি। বর্তমানে শফিকুর রহমান আইসিইউতে রয়েছেন। সেখানে তিনদিন রাখার পর কেবিনে নেওয়া হবে। সবকিছু অনুকূলে থাকলে সপ্তাহখানেকের মধ্যেই তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
অপারেশনের বিষয়ে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে।