Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাকার বিনিময়ে অনেক রাজনৈতিক নেতা আওয়ামী দোসরদের আশ্রয় দিচ্ছে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২৩:৪৭

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের একাংশ ক্ষমতাসীনদের দোসরদের অর্থের বিনিময়ে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে।

শনিবার (২ আগস্ট) রাজধানীর ওসমানী মিলনায়তনে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম এই প্রবণতাকে আন্দোলনের চেতনাবিরোধী ও বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করে বলেন, ‘জুলাই যোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত আন্দোলনের মর্যাদা যেন কিছু দুর্নীতিপরায়ণ ব্যক্তি লুটপাট করে নষ্ট না করে।’

তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের নামে অনেকেই এখন টাকার লেনদেনে জড়িত হয়ে পড়েছে। এমনকি কেউ কেউ নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে দুর্নীতি করছে। এসব ব্যক্তিকে আইনের হাতে তুলে দেওয়া জরুরি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ারিয়র্স অব জুলাই-এর কেন্দ্রীয় সদস্যসচিব মোহাম্মদ সালমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন— সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান, স্বাস্থ্য সচিব সাঈদুর রহমান, বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তানজিম জারা ও ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

এ ছাড়াও বক্তব্য দেন ২০২৪ সালের জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্য এবং আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা।

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি ওয়ারিয়র্স অব জুলাই সারজিস আলম

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর