Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২৩:৫২

প্রতীকী ছবি

কুষ্টিয়া: জেলার ভেড়ামারায় বিদ্যুতায়িত ছেলেকে বাঁচাতে গিয়ে মায়েরও মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চাঁদগ্রাম ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাবিল সর্দারের স্ত্রী জোছনা খাতুন (৪৮) ও ছেলে বিপ্লব সর্দার (২৮)। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, এদিন বিকেলে বিপ্লব সর্দার মাঠে তার নিজের জমি পাওয়ার টিলার দিয়ে চাষ করে বাড়ি ফিরছিলেন। পথে স্থানীয় একটি মুরগির খামারের বৈদ্যুতিক তার পাওয়ার টিলারের ওপর ছিঁড়ে পড়লে বিপ্লব বিদ্যুতায়িত হন। খবর পেয়ে ছেলেকে বাঁচাতে গিয়ে মা জোছনা খাতুনও বিদ্যুতায়িত হন। পরে মা-ছেলেকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওসি আব্দুর রব জানান, এ বিষয়ে আইনি বিষয় প্রক্রিয়াধীন। এর পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সারাবাংলা/পিটিএম

ছেলে টপ নিউজ বিদ্যুতায়িত মা মৃত্যু

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর