Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিলের ডাক জামায়াতের

স্টাফ করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৫ ২৩:৫৮

ঢাকা: ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে পূর্বঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আমরা ৫ আগস্ট দেশব্যাপী শান্তিপূর্ণ গণমিছিল আয়োজন করছি। এটি সফল করার জন্য দেশের সব মহানগর ও জেলা শাখার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

পরওয়ার আরও বলেন, ‘এই মিছিল জনগণের গণতান্ত্রিক চেতনার প্রকাশ এবং একটি নিরপেক্ষ, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে একতার প্রতীক হিসেবে অনুষ্ঠিত হবে।’

তিনি দেশবাসীকে এই কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে মিছিল সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

সারাবাংলা/এফএন/এইচআই

৫ আগস্ট গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর