Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেবার নামে নানাভাবে হয়রানি করা হচ্ছে—যশোরের জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ০০:৩৩ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ০০:৩৬

যশোর: যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেছেন, এর আগে দেশে রেমিট্যান্স দিবস পালিত হতো কিন্তু এ বছর ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। কারণ যারা বুকের কষ্ট চেপে রেখে আত্মীয় পরিজন দূরে রেখে শারীরিক ও মানসিক যন্ত্রনা সয়েও দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন তাদেরকে সম্মান জানাতে চায় সরকার। আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের কেন যেন এক ধরণের মানসিকতা তৈরি হয়েছে, সেবার নামে নানাভাবে হয়রানি করা। এর থেকে বেরিয়ে আসতে হবে। এই রেমিট্যান্স যোদ্ধারা যদি তাদের রেমিট্যান্স না পাঠায় তাহলে আমাদের অর্থনীতি কোন পর্যায়ে যাবে সেটা ভেবে দেখার সময় এসেছে।

শনিবার দুপুরে জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সভাকক্ষে ছাত্র-জনতার জুলাই গণ অভ্যুত্থান স্মরণে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’-এ আলোচনাসভায় সভাপতি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার রওনক জাহান এবং বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আন্দোলনের সময় রেমিট্যান্স যোদ্ধারা রেমিট্যান্স শাটডাউন করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করে। অথচ এই রেমিট্যান্স যোদ্ধারা এ বছর ৩১ দশমিক ৫ বিলিয়ন রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। এর আগে কখনো এত রেমিট্যান্স দেশে আসেনি। তাদেরকে কোথাও ভোগান্তি না করা, ব্যাংক, পাসপোর্ট অফিসসহ বিভিন্ন অফিসে দ্রুত ও বিশ্বস্ততার সাথে তাদের কাজ করে দেওয়ার আহ্বানও জানানো হয় সভায়।

এই সভায় যশোরের দুইজন সেরা রেমিট্যান্স যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন- সিঙ্গাপুর প্রবাসী রকি আহম্মেদ এবং মালায়েশিয়া আব্দুল করিম।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় যশোর জেলা প্রশাসন আয়োজিত সভায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেমিট্যান্স যোদ্ধা শফিয়ার রহমান, রিনা খাতুন, আহত জুলাইযোদ্ধা আহাদ হোসাইন, ব্যাংক কর্মকর্তা, জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিনিধি ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান প্রমুখ।

সারাবাংলা/এসএস

যোদ্ধা রেমিট্যান্স সম্মাননা

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর