ঢাকা: কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (৩ আগস্ট) বিকাল ৪টায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা ও পদযাত্রার অভিজ্ঞতা থেকে আহরিত চিন্তার ভিত্তিতে এই রূপকল্প তুলে ধরবেন।
জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলেও ‘ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা’ এখনো বহাল রয়েছে বলে দাবি করে এনসিপি জানিয়েছে, এবারকার ইশতেহার হবে সেই কাঠামো ভাঙার রূপরেখা। এর মূল প্রতিপাদ্য— বিচার, সংস্কার ও নতুন সংবিধান।
সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দলটি। ঢাকা ও ঢাকার বাইরে থেকে এক থেকে দেড় লাখ নেতাকর্মীর সমাগমের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। একই সময়ে শাহবাগে ছাত্রদলের ছাত্রসমাবেশ থাকায় সম্ভাব্য উত্তেজনার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে এনসিপি, তবে সংঘাত এড়াতে নির্দেশনাও দেওয়া হয়েছে।
শনিবার জরুরি সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম জানান, ‘জুলাই সনদের অধিকাংশ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য তৈরি হলেও, কিছু বিষয়ে এখনো ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। ৫ আগস্টের মধ্যে এসব বিষয়ে সমাধান চায় এনসিপি, এবং তারপরেই দলটি সনদে স্বাক্ষর করবে।’
সমাবেশে অংশ নিচ্ছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন, আব্দুল হান্নান মাসউদসহ কেন্দ্রীয় নেতারা।