ঢাকা: বায়ুদূষণের দিক থেকে বরাবরই আলোচনায় থাকা রাজধানী ঢাকা আজ কিছুটা স্বস্তির খবর দিয়েছে। রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৭৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৩তম অবস্থানে রয়েছে ঢাকা। দূষণের দিক থেকে এই স্কোর ‘মাঝারি’ হিসেবে বিবেচনা করা হয়।
বায়ুদূষণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে শহরগুলোতে বায়ুমান দিন দিন খারাপ হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে জনবহুল শহর ঢাকা দীর্ঘদিন ধরে শীর্ষ দূষিত শহরের তালিকায় থাকলেও আজকের স্কোর এক ধরণের ইতিবাচক বার্তা দিচ্ছে পরিবেশবিজ্ঞানীদের কাছে।
এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল কঙ্গোর রাজধানী কিনশাসা (স্কোর ১৬২), এরপর যথাক্রমে রিয়াদ (১৫৩), কামপালা (১৫২), লাহোর (১৫১) এবং জাকার্তা (১৪৯)।
বিশেষজ্ঞদের মতে, ৫১-১০০ স্কোরকে মাঝারি বায়ুমান হিসেবে ধরা হয়, যা তুলনামূলকভাবে নিরাপদ হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য কিছুটা সতর্কতা অবলম্বনের পরামর্শ থাকে। ১০১-১৫০ স্কোরকে অস্বাস্থ্যকর এবং ১৫১-২০০ স্কোরকে আরও বেশি ঝুঁকিপূর্ণ ধরা হয়।
বায়ুমান উন্নয়নের এই অগ্রগতি ধরে রাখতে নগরপরিকল্পনা, যানবাহন ব্যবস্থাপনা এবং শিল্পবর্জ্য নিয়ন্ত্রণে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মত দিয়েছেন পরিবেশবিদরা।
এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ইতোমধ্যেই বায়ুমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছে, যার সুফল ধীরে ধীরে প্রতিফলিত হচ্ছে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।