Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরে নির্বাচন কমিশনে যাবে এনসিপি

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১১:৪৬

নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: আজ দুপুরে নির্বাচন কমিশনে (ইসি) যাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। রোববার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে দলের পক্ষে নিবন্ধন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবে প্রতিনিধিদলটি।

প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার সঙ্গে থাকবেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বলেন, ‘জাতীয় নাগরিক পার্টি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত সব শর্ত পূরণ করেছে। সময়মতো যথাযথভাবে দলীয় কাগজপত্র জমা দেওয়া হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, আজ বিকেল ৫টার মধ্যে নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে প্রয়োজনীয় তথ্য ও দলীয় কাঠামোর প্রমাণ নির্বাচন কমিশনে জমা দিতে হবে। আজকের মধ্যেই চূড়ান্ত তথ্য জমা দেওয়ার পরপরই যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হবে। যাচাই শেষে নির্ধারিত সময়েই দলগুলোর নিবন্ধন সিদ্ধান্ত জানাবে ইসি।

সারাবাংলা/এফএন/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর