Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার শ্রেণি ছাড়া সবার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৬:০৭

ঢাকা: চার শ্রেণির করদাতা ছাড়া অন্য সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে সরকার।

রোববার (৩ জুলাই) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান-এর সই করা বিশেষ আদেশে এ নির্দেশনা জারি করা হয়।

যারা এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পেয়েছেন, তারা হলেন- ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা;
শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা (যথাযথ সনদ দাখিল সাপেক্ষে);
বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং
মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা

তবে এই চার শ্রেণির করদাতাও ইচ্ছা করলে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

বিশেষ ছাড় পাওয়া চার শ্রেণির বাইরে কেউ যদি অনলাইনে রিটার্ন দাখিলে অক্ষম হন, তবে যুক্তিসহ আবেদন করে উপকর কমিশনারের মাধ্যমে যুগ্ম বা অতিরিক্ত কর কমিশনারের অনুমোদন সাপেক্ষে ২০২৫ সালের ৩১ অক্টোবরের মধ্যে পেপার (কাগজে) রিটার্ন দাখিল করতে পারবেন।

বিজ্ঞাপন

আদেশে বলা হয়েছে, আয়কর আইন ২০২৪ এর ধারা ৩২৮ এর উপ ধারা (চ) প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড এ আদেশ দ্বারা ৪ আগস্ট থেকে কিছু ক্ষেত্র ব্যতীত সব স্বাভাবিক ব্যক্তি করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলো। ২০২৫-২৬ করবর্ষ থেকে সব সাধারণ ব্যক্তি করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক হবে। আয়কর রিটার্ন দাখিলের নির্ধারিত পোর্টাল হলো- www.etaxnbr.gov.bd।

এর আগে গত বছর ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের সব সরকারি কর্মকর্তা, সব তফসিলি ব্যাংক ও কিছু বড় কোম্পানির কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। চলতি পঞ্জিকা বছরের মাঝামাঝি সবার জন্য অনলাইন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছিল এনবিআর।

উল্লেখ্য, আয়কর আইনের ৮৭ ধারা অনুযায়ী, টিআইএনধারী কিংবা বছরজুড়ে যে কোনো কর প্রদান করলে তার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক।

সারাবাংলা/আরএস

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল এনবিআর

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর