Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সরকারি লীজের জমি থেকে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৬:২২ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৬:২৭

ভুক্তভোগী ভূমিহীন পরিবারের মানববন্ধন।

খুলনা: খুলনার রূপসায় সরকারি লীজের জমি থেকে উচ্ছেদের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে ৭০টি ভুক্তভোগী ভূমিহীন পরিবারের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগীরা বলেন, আমরা খুলনা জেলার রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ৭০টি ভূমিহীন পরিবার। ১৯৮০ সাল হতে স্থানীয় সহকারী কমিশনার (ভূমি)’র কার্যালয় হতে বন্দবস্তের মাধ্যমে বৈধভাবে লিজকৃত জমিতে শান্তিপূর্ণ ভাবে পরিবার নিয়ে বসবাস করে আসছি এবং উক্ত জায়গায় ঘর নির্মান করে নিয়মিত সরকারি রাজস্ব পরিশোধ করে আসছি। সম্প্রতি ১৯৯০ সালের একটি দলিল দেখিয়ে আমাদের বিরুদ্ধে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এই ধরণের নোটিশ অন্যায্য ও হয়রানিমূলক।

বিজ্ঞাপন

মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসমাইল মুন্সি। এ সময় উপস্থিত ছিলেন অইজুল, হানিফ, মো. সিদ্দিকুর রহমান, মো. মোস্ত ফকির, বিল্লাল শিকদার, মো. মাহাবুর সরদার, মুরাদ সরদার, ইউনুস সরদার, এনায়েত সরদার, শরিফুল সরদার, মো. আবু শেখ, সৌরভ সরদার, ইসরাইল পাইক, জাহিদ সরদার, মো. নুরইসলাম শেখ, শাহিন, হিশার, সালমা, নুর জাহান, নাইম, মুরা, ছনিয়া খাতুন, খাদিজা, জোমিলা, মুনু, জামির, আরুন, মেহেরুন, আঙ্গুরা, ফরিদাসহ অন্যান্যরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

সারাবাংলা/এনজে

উচ্ছেদের অপচেষ্টা প্রতিবাদ লীজের জমি সরকারি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর