Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত আমিরের খোঁজ-খবর নিলেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৬:৫৫

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত আমির শফিকুর রহমানের সর্বশেষ অবস্থার খোঁজ-খবর নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩ আগাস্ট) সকালে বিএনপির দুই যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেল জামায়াত আমিরের সর্বশেষ অবস্থা জানতে গুলশানে ইউনাইটেড হাসপাতালে যান এবং চিকিৎসক ও আমিরের সহকর্মীদের সঙ্গে কথা বলেন।

এ্যানি বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা জামায়াত আমিরের শারীরিক অবস্থা জানতে এসেছি।’

জামায়াতের আমিরের দ্রুত সুস্থ কামনায় তারেক রহমানের পক্ষ থেকে একটি ফুলের তোড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের কাছে দেন বিএনপির এই দুই নেতা।

বিজ্ঞাপন

এর আগে, শনিবার (২ আগস্ট) ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমির শফিকুর রহমানের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার হয়। এখন তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

সারাবাংলা/এজেড/পিটিএম

খোঁজ জামায়াতের আমির টপ নিউজ তারেক রহমান

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর