পাবনা: পাবনার ঈশ্বরদীতে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, শামসুদ্দিন আহমেদ মালিথা ও স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদী হাসানের নামে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) দুপুরে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা।
এ সময় তিনি বলেন, বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, স্বেচ্ছাসেবক দলনেতা মেহেদী হাসান এবং তার বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে মানহানিকর সংবাদ সম্মেলন করা হয়েছে। জুবায়ের আহমেদ বাপ্পী নামে যে ব্যক্তি ওই সংবাদ সম্মেলন করেছে তিনি বিএনপি’র কেউ নন। ওই ব্যক্তি তথাকথিত সংবাদ সম্মেলনে যেসব তথ্য তুলে ধরেছেন তা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক উদ্দেশ্য প্রণোদিত। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি প্রশাসনসহ দলের হাই কমান্ডের কাছে সুষ্ঠু তদন্ত দাবি করেন এই বিএনপি নেতা।