Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমলো

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৬:৪৭

ঢাকা: ভোক্তা পর্যায়ে তরল প্রাকৃতিক গ্যাস (এলপিজি) এর দাম কমেছে। প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে মূসকসহ প্রতি লিটার ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৩ আগস্ট) নতুন এ মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ঘোষিত এ মূল্য আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

এর আগে সর্বশেষ গত ২ জুলাই এলপি গ্যাসের দাম সমন্বয় করা হয়। ওই সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

গণমাধ্যমে পাঠানো বিইআরসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগস্ট মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৫২০ মার্কিন ডলার ও ৪৯০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫০০.৫০ মার্কিন ডলার বিবেচনায় আগস্ট মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

সারাবাংলা/আরএস

এলপিজি সিলিন্ডার দাম কমেছে

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর