লালমনিরহাট: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি আবারও বৃদ্ধি পেয়েছে। রোববার (৩ আগষ্ট) দুপুর ২টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে তিস্তার পানি বেড়ে আবারও নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে।
রোববার (৩ আগষ্ট) সকাল থেকে তিস্তায় পানি বৃদ্ধির ফলে নদী তীরবর্তী পাটগ্রাম উপজেলার দহগ্রাম, হাতিবান্ধা উপজেলার গড্ডিমারী, সানিয়াজান, সিঙ্গিমারী, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার কাকিনা, আদিতমারী উপজেলার মহিষখোচা সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চল ও চরাঞ্চলগুলোতে এরইমধ্যে পানি প্রবেশ করতে শুরু করেছে। ডুবে যাচ্ছে মৌসুমী ফসলের খেত।
নদী তীরবর্তী বাসিন্দারা বলছেন, সম্প্রতি তিস্তায় হঠাৎ সৃষ্ট বন্যার পানি নামতে না নামতেই ফের তিস্তায় পানি বৃদ্ধিতে এলাকাবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে। উজান থেকে পানির ঢল ও টানা বৃষ্টি অব্যাহত থাকলে দীর্ঘমেয়াদী বন্যা হতে পারে বলেও ধারণা স্থানীয়দের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এর আগে নিম্ন অঞ্চলের বন্যার ফলে তিস্তা পাড়ের বাসিন্দারা তাদের গবাদিপশু এবং পরিবার নিয়ে রাস্তার উপরে ছাউনি করে আশ্রয় নিয়েছিলেন। নিম্নাঞ্চলের বন্যার পানি কমতে থাকায় আবারও অনেক পরিবার তাদের বসত ভিটায় ফিরতে শুরু করেছিলেন। কিন্তু দুদিন যেতে না যেতেই আবারও দেখা দিয়েছে বন্যা। ফলে আবারও তাদের বসত ভিটায় পানি ঢুকতে শুরু করেছে এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিস্তা নদীর পাড়ের বাসিন্দারা।
অন্যদিকে আবহাওয়া অফিসের বরাত দিয়ে লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শুনীল কুমার বলছেন, আগামী ২-৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।