Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৭:২৯

লালমনিরহাটে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন।

লালমনিরহাট: আওয়ামী দোসরদের নিয়ে লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের জেলা কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের কমান্ডার সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল্লাহ প্রধান এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি তার বক্তব্যে বলেন, লালমনিরহাটে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের একটি আহ্বায়ক কমিটি রয়েছে কিন্তু সম্প্রতি আওয়ামী দোসর ও স্বৈরাচারের সহযোগী মুক্তিযোদ্ধাগন সে কমিটিকে পাশ কাটিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের একটি মনগড়া ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে বিভিন্ন দফতরে প্রেরণ করে। যা জেলার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধাসহ সাধারণ মুক্তিযোদ্ধাদের অবজ্ঞা করা হয়েছে।

বিজ্ঞাপন

তারা জানান, মনগড়া এ কমিটিতে নয়জন ফ্যাসিস্ট আওয়ামী লীগের ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টির একজন রয়েছে। তাই অবিলম্বে বিতর্কিত এ কমিটি বাতিল করার দাবি জানান জেলার মুক্তিযোদ্ধারা।

এ সময় আরও বক্তব্য দেন,লালমনিরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান,বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা। এ সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসডব্লিউ

মুক্তিযোদ্ধা সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর