Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপ্রিম কোর্টে অস্ত্রসহ প্রবেশের সময় আটক ২

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৭:৪৫

সুপ্রিম কোর্টে অস্ত্রসহ প্রবেশের সময় আটক ২। ছবি: সংগৃহীত

ঢাকা: সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ প্রবেশের সময় দুই ব্যক্তিকে আটক করেছে স্পেশাল ব্রাঞ্চের টেকনিক্যাল ফোর্স।

রোববার (৩ আগস্ট) সকালে ও দুপুরে তাদের পৃথকভাবে আটক করা হয়। তাদের দু’জনের নবায়নকৃত অস্ত্রের লাইসেন্স রয়েছে।

আটকদের একজন রাজধানীর সূত্রাপুরের রুপচান লেনের প্রেস ব্যবসায়ী নাম. মোল্লা মোসলেহ এলাহী (৫৭)। সকাল ১০ টার দিকে আটকের পর ডিএমপির সুপ্রিম কোর্ট ইউনিট মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছে।

আটক অপরজন বিএনপির বরিশাল মহানগরীর সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন শিকদার (৫৮)। তাকে দুপুর দেড়টার দিকে আটক করা হয়েছে। তবে এখনো ছাড়া পাননি তিনি।

জানা গেছে, মো. জিয়াউদ্দিন শিকদার ছাত্রদলের সমাবেশের উদ্দেশ্যে ঢাকায় এসেছেন। সুপ্রিম কোর্টের একজন বেঞ্চ অফিসারের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কোর্টে আসেন তিনি। আর মোল্লা মোসলেহ এলাহী এক আত্মীয়ের জামিনের বিষয়ে কোর্টে এসেছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, আটকের পর তারা স্বীকার করেন যে, তারা জানতেন না সুপ্রিম কোর্ট এলাকায় বৈধ ও অবৈধ অস্ত্র পরিবহণে নিষেধাজ্ঞা রয়েছে।

অস্ত্র নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রবেশে আইনত নিষিদ্ধ। হোক বৈধ আর অবৈধ অস্ত্র। তবে তাদের বিরুদ্ধে আদৌ আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না তা এখনো জানে না পুলিশ।

সারাবাংলা/ইউজে/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর