চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ভৈরব নদে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।
রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামে এই ঘটনাটি ঘটে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে জীবননগর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।
মৃত শিশু দুইজন হলো- জীবননগর উপজেলার মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে জুনায়েদ (৬) ও একই গ্রামের সজীবের ছেলে রিমন (৭)।
নদে পাট জাগ দেওয়া ছিল। এদিন দুপুরে নদে গোসল করতে নামে জুনায়েদ ও রিমন। তারা গোসল করতে নেমে জাগের ওপরে খেলা করছিল। এর মধ্যে কোনো এক সময় দুজন পানিতে ডুবে যায়। এ সময় পাশের অন্য শিশুরা চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন পানিতে নেমে তাদের মরদেহ উদ্ধার করে।
পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই উপস্হিত গ্রামবাসী মরদেহ দুটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ দাফনের জন্য আবেদন করেছে ওই দুই শিশুর পরিবার। দাফনের জন্য মরদেহ দুটি তাদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হবে।