চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরের নদে গোসল করতে নেমে পানিতে ডুবে জুনায়েদ (৬) ও রিমন (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (৩ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামে ভৈরব নদে এ ঘটনাটি ঘটে।
মৃত জুনায়েদ মুক্তারপুর গ্রামের জুয়েল হোসেনের ছেলে ও রিমন একই গ্রামের সজীবের ছেলে।
স্বজনরা জানায় দুপুরে নদে গোসল করতে নামে জুনায়েদ ও রিমন। পাশে ছিল জাগ দেওয়া পাট। এসময় তারা জাগের ওপর খেলা করছিল। খেলার এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। তাৎক্ষণিক অন্য শিশুরা চিৎকার করলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে। তবে তৎক্ষণে তাদের মৃত্যু হয়।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা নদ থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে তাদের কাছে হস্তান্তর করা হবে।