Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করদাতা ও রাজস্ব সংগ্রহকারীর দূরত্ব কমাতে পারলে স্বচ্ছতা আসবে: বিএবি চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৮:৩৩

শনিবার ‘কাস্টমস ও ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) – ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেছেন, করদাতা ও রাজস্ব সংগ্রহকারীদের মধ্যে যে দূরত্ব রয়েছে, তা কমানো গেলে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা আসবে। কর ব্যবস্থায় স্বচ্ছতা আনতে করদাতা-সংগ্রাহকের দূরত্ব কমানো জরুরি।

শনিবার (০২ আগস্ট) বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘কাস্টমস ও ভ্যাট সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিসিআই বোর্ডরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)। কর্মশালায় বিভিন্ন খাতের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

রোববার (০৩ আগস্ট) বিসিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবদুল হাই সরকার বলেন, করদাতা ও রাজস্ব সংগ্রহকারীদের মধ্যে এক ধরনের দূরত্ব রয়েছে, যা কমাতে পারলে কর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও দক্ষতা আসবে। ব্যবসায়িক বাস্তবতার আলোকে এনবিআর ইস্যুগুলো তুলে ধরা এবং অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় অভিজ্ঞ পেশাজীবীদের সম্পৃক্ত করা সময়ের দাবি। পাশাপাশি, যে কোনো নীতিমালা তৈরিতে বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী বক্তব্যে বিসিআই সভাপতি বলেন, শিল্পায়ন, বৈদেশিক বাণিজ্য এবং ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্ট আইন ও নীতিমালা বিষয়ে বিসিআই নিয়মিতভাবে প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন কর্মসূচি পরিচালনা করে আসছে। কাস্টমস ও ভ্যাট বিষয়ে সঠিক ধারণা না থাকায় অনেক ব্যবসায়ী প্রায়ই জটিলতার সম্মুখীন হন। এই কর্মশালার মাধ্যমে সে ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে।

কর্মশালার দ্বিতীয় পর্বে প্রশিক্ষকরা কাস্টমস এবং ভ্যাট সংক্রান্ত বিভিন্ন আইনি ও নীতিগত দিক নিয়ে বিশদ আলোচনা করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

প্রশিক্ষণ কর্মশালায় আলোচক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রথম সচিব (কাস্টমস) তারেক হাসান এবং দ্বিতীয় সচিব (ভ্যাট নীতি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী। এছাড়াও উপস্থিত ছিলেন বিসিআই পরিচালক ড. দেলোয়ার হোসেন রাজা ও সেক্রেটারি জেনারেল ড. মো. হেলাল উদ্দিন।

সারাবাংলা/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর