Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদলের সমাবেশে তারেক রহমান
আসুন কথামালার রাজনীতি নয়, উন্নয়নের রাজনীতি শুরু করি

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৮:৩১ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ২১:১৭

শাহবাগে ছাত্রদল আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সারাবংলা

ঢাকা: কথামালার রাজনীতি ছেড়ে উন্নয়নের রাজনীতি শুরুর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৩ আগস্ট) বিকেলে শাহবাগে আয়োজিত এক ছাত্রসমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল এ ছাত্রসমাবেশ আয়োজন করে। সমাবেশে কয়েক লাখ ছাত্র অংশ নেন।

বিকেল সোয়া ৩টায় কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়। জাতীয় সঙ্গীত ও জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর মঞ্চে স্বাগত বক্তব্য দিতে আসেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।

বিজ্ঞাপন

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বিগত দিনে নিহত ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে শোক প্রস্তাব পাঠ করেন। প্রধান অতিথির বক্তব্যের আগে জুলাই শহিদ ও ছাত্র-জনতার স্বপ্ন পূরণে ৯ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘দেশের জনগণই বিএনপি তথা দেশের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আসুন, কথামালার রাজনীতি নয়, আমরা জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি শুরু করি।’

শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্রদলের সমাবেশ। ছবি: সারাবাংলা

শাহবাগ মোড়ে আয়োজিত ছাত্রদলের সমাবেশ। ছবি: সারাবাংলা

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতাকর্মী হতাহত হয়েছেন। গণ-অভ্যুত্থানের সময় শুধুমাত্র ছাত্রদলের দুই হাজার নেতাকর্মী গ্রেফতার হয়েছিল। যে সংগঠনে তোমাদের মতো সাহসী মায়ের সন্তানেরা আছে, সেই সংগঠনের নেতাকর্মীদের কেউ দমিয়ে রাখতে পারবে না। তোমরাই আগামী দিনের বাংলাদেশ।’

তারেক রহমান বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে। বাংলাদেশ এখন একটি পরিণত দেশ। এই পরিণত দেশে মানুষ বিভেদ চায় না। সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যে কোনো মূল্যে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে।’

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কারিগরি প্রযুক্তি এবং দক্ষতা অর্জন করতে হবে। আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা থাকবে। শিক্ষার্থীদের ইংরেজি, আরবি, ফ্রেন্স, জাপানিজ ও জার্মানি ভাষা শিক্ষা দেওয়ার জন্য বিএনপির একটা টিম কাজ করছে। আমরা বাংলাদেশের তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই।’

তারেক রহমান বলেন, ‘আমরা যখন ক্ষমতায় ছিলাম, তখন সফটওয়ারের প্রতিষ্ঠা বিল গেটস বাংলাদেশ সফরে এসেছিলেন। আমরা তথ্যপ্রযুক্তির ওপর জোর দিয়েছিলাম। আমাদের লক্ষ্য ছিল বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে প্রযুক্তিগত শিক্ষিায় শিক্ষিত করে তোলা। ভবিষ্যতে বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তি শিক্ষার ওপর জোর দেওয়া হবে।’

সারাবাংলা/এজেড/পিটিএম

উন্নয়নের রাজনীতি কথামালার রাজনীতি তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর