Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির কাউকে হুমকি দিলে আমরা প্রতিহত করব: হাসনাত

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ১৯:৩১ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ১৯:৪৫

কেন্দ্রীয় শহিদ মিনারে বক্তব্য দেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। ছবি: সংগৃহীত

এনসিপির নেতাকর্মীদের কেউ যদি হুমকি দেয়, তাহলে এখন থেকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

রোববার (৩ জুলাই) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষ্যে এনসিপি আয়োজিত জনসমাবেশ তিনি এ কথা বলেন।

হাসনাত আরও বলেন, কেউ যদি আমাদের লক্ষ্য থেকে পিছু হটানোর চেষ্টা করে, কেউ যদি হুমকি দেয়, আপনার পিছপা হবেন না। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কেউ যদি হুমকি বা ভয় দেখায়, আমরা তা প্রতিহত করব।

সমাবেশে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’-ঘোষণায় এনসিপি নেতারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাংবিধানিক সংস্কারসহ বিভিন্ন খাতে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা জানান, সমাজে সমতা, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই তারা অব্যাহত রাখবেন।

বিজ্ঞাপন

সমাবেশে বিপুল সংখ্যক সাধারণ মানুষ, তরুণ, ছাত্রছাত্রী, মানবাধিকারকর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের পোস্টার ও ব্যানার নিয়ে দমন-পীড়নের অবসান ও ন্যায়বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায়।

সারাবাংলা/এফএন/এসএস

এনসিপি প্রতিহত হাসনাত হুমকি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর