পঞ্চগড়: বাংলাদেশ থেকে কয়েক দফায় আলু নেপালে রফতানির পর আবারও পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি হয়েছে ২৩১ মেট্রিক টন এস্টারিক্স জাতের আলু। এ নিয়ে এ বন্দর দিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত কয়েক ধাপে ২২ হাজার ৫০ মেট্রিক টন আলু নেপালে রফতানি হয়েছে।
আজ রোববার (৩ আগস্ট) এ আলুগুলো রফতানি করে থিংকস টু সাপ্লাই, মা আইশা কোল্ডস্টোরেজ, জাফরিন এগ্রো, এগ্রোটার্চ বিডি এবং মিয়ামি ট্রেডি নামে দেশের পাঁচটি প্রতিষ্ঠান।
বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রফতানিকারক প্রতিষ্ঠানগুলো ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে পাঠায়।
তিনি আরও জানান, রফতানিকৃত আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশের পর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর দুপুরে এগুলো রফতানির ছাড়পত্র দেওয়া হয়। এই চালানে মোট ১১টি বাংলাদেশি ট্রাকে করে প্রতিটিতে ২১ মেট্রিক টন করে আলু পরিবহন করা হয়। ট্রাকগুলো নেপালের মোরাং বিরাটনগরের উদ্দেশ্যে যাত্রা করে।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকে ৩ আগস্ট পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে মোট ২২ হাজার ৫০ মেট্রিক টন আলু রফতানি হয়েছে। এর আগে, গত ৩১ জুলাইও সমপরিমাণ আলু এ বন্দর দিয়ে নেপালে রফতানি করা হয়।
বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহীন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে আলু রফতানি হচ্ছে। বিভিন্ন জেলা থেকে ভালো আলু সংরক্ষণের পর রফতানি করা হয়। এক্ষেত্রে সরকারী সহযোগিতা পেলে আলু রফতানি আরও বৃদ্ধি পাবে।