কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে জানাজা শেষে বাড়ি ফেরার পথে সাবেক ইউপি সদস্য মোঃ আলাউদ্দিনকে (৫৫) দুর্বৃত্তদের হাতে অপহরণের শিকার হয়ে খুন হয়েছেন।
রোববার (৩ আগস্ট) দুপুর ২ টার দিকে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চান্দাশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে।
নিহতের স্বজনরা জানায়, আলাউদ্দিন তার চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফিরছিলেন। পুরোনো শত্রুতার জেরে অস্ত্রধারী তার পথরোধ করে। পরে তাকে হাত-পা বেঁধে অটোরিকশায় উঠিয়ে চান্দাশ এলাকায় নিয়ে যায়। এরপর ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং গুলি করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) একে ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।