Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাহসী জুলাই সাংবাদিকের সম্মাননা পেলেন সারাবাংলার হাবিব

সারাবাংলা ডেস্ক
৩ আগস্ট ২০২৫ ২২:০১

সাহসী জুলাই সাংবাদিকের সম্মাননা গ্রহণ করছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিব। ছবি: সংগৃহীত

ঢাকা: সাহসী জুলাই সাংবাদিকের সম্মাননা পেয়েছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান। ২৪-এর জুলাই গণঅভ্যুত্থানে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকার জন্য এই স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

রোববার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদফতরে মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ প্রমুখ।

হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে গণমাধ্যমে কর্মরত আছেন। তিনি বিভিন্ন আন্দোলন-সংগ্রামে মাঠে থেকে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য এর আগেও তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ সারাবাংলা সাহসী জুলাই সাংবাদিক সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর