Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিকিৎসা থেকে কেউ যেন বঞ্চিত না হয়: তাসনিম জারা

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ২২:১২ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ২২:১৬

কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপি আয়োজিত ‘নতুন বাংলাদেশের’ ইশতেহার ঘোষণাসভায় তাসনিম জারা

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন “আমরা এমন একটি স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে কেউ টাকার অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হবে না” ।

রোববার (৩ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় শহিদ মিনারে এনসিপি আয়োজিত ‘নতুন বাংলাদেশের’ ২৪ দফা ইশতেহার ঘোষণাসভায় তিনি এ কথা বলেন।

তাসনিম জারা বলেন, “প্রাথমিক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে হবে। প্রত্যেক নাগরিক যেন নিজের এলাকার কাছেই মানসম্মত চিকিৎসা পান, সেই ব্যবস্থা করতে হবে।”

তিনি বলেন, ‘ডিজিটাল হেলথ রেকর্ড চালু করে চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করার পরিকল্পনা রয়েছে। এতে রোগীর তথ্য আর হারাবে না, অপ্রয়োজনীয় টেস্ট কমে যাবে এবং ভুল চিকিৎসার ঝুঁকি হ্রাস পাবে।’’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমরা প্রত্যেক জেলায় গিয়ে জনগণের কথা শুনেছি। চিকিৎসা ব্যবস্থায় চরম বৈষম্য ও দুর্ভোগের কথা জেনেছি। সেই অভিজ্ঞতা থেকেই আমরা এমন একটি ব্যবস্থা চাই, যেখানে হাসপাতাল পৌঁছানোর আগেই প্রাথমিক চিকিৎসা শুরু করা সম্ভব হবে।”

এদিনের সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ‘নতুন বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে দলের ২৪ দফা ইশতেহার পাঠ করেন। ইশতেহারে সংবিধান সংস্কার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সবার জন্য স্বাস্থ্যসেবা, নারীর নিরাপত্তা, শিক্ষা, গবেষণা, জলবায়ু সুরক্ষা ও জাতীয় সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনার মতো অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরা হয়।

এনসিপির এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিল।

সারাবাংলা/এফএন/এসআর

ইশতেহার এনসিপি তাসনিম জারা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর