Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় যুবককে গলাকেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ২২:১০ | আপডেট: ৩ আগস্ট ২০২৫ ২২:৪৮

খুলনা: খুলনায় আল আমিন (৪০) নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৩ জুলাই) রাত ৯ টার দিকে ওই যুবককে গলাকেটে হত্যা করে মহেশ্বরপাশা বণিকপাড়া খানাবাড়ি রাস্তার ওপর ফেলে যায় দুর্বৃত্তরা।

নিহত আল আমিন পেশায় একজন ঘের ব্যবসায়ী। সে ওই এলাকার জায়েদ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দৌলতপুর থানাধীন মহেশ্বর পাশা উত্তর বণিক পাড়া খানা বাড়ি পল্লবের বাড়ি সংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় আল আমিনকে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহিদুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ সুরতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হবে। ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

গলাকেটে যুবক হত্যা

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর