Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণ পরিবর্তন চায়’

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ২২:২৭

ছাত্রশিবির আয়োজিত স্মৃতিলিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, প্রয়োজনীয় সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কার আজ সময়ের দাবি। কে মানল আর কে মানল না, তা জনগণের বিষয় নয়। জনগণ পরিবর্তন চায়।

রোববার (৩ আগস্ট) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘ছাত্র-জনতার অভ্যুত্থান–২০২৪’ স্মরণে আয়োজিত স্মৃতিলিখন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

‘জুলাই শহিদদের আত্মত্যাগের রক্তের ওপর দাঁড়িয়ে যারা এখন রাজনৈতিক ফসল ঘরে তুলছে, তাদের আচরণে বিশ্বাসঘাতকতার গন্ধ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।

তাহের বলেন, “আমরা হাসিনা মার্কা লুটপাটের নির্বাচন চাই না, কেন্দ্র দখলের নির্বাচন চাই না। যারা আইনের সংস্কারকে উপলব্ধি করতে চায় না, তারাই একটি নির্লজ্জ নির্বাচনের মাধ্যমে দেশকে পিছিয়ে দিতে চায়।”

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত ও শহিদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা শহিদদের স্মৃতিচারণ করেন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচার দাবির পুনরুল্লেখ করেন।

সারাবাংলা/এফএন/এসআর

জনগণ জামায়াত শিবির স্মৃতিলিখন

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর