Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ, পোস্ট মাস্টার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ২২:৩৭

সাতক্ষীরা: সাতক্ষীরা সদরে মানসিক প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের অভিযোগে শহিদুল ইসলাম (৬০) নামের এক পোস্ট মাস্টারকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ আগস্ট) দুপুর ১টার দিকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

আটক শহিদুল ইসলাম (৬০) বাঁশঘাটা গ্রামের মৃত বদরউদ্দীন হায়দারের ছেলে। তিনি আগরদাড়ি ইউনিয়নের বাবুলিয়া পোস্ট অফিসের পোস্ট মাস্টার।

ধর্ষণের শিকার শিশুটির মা জানান, আমার ১১ বছর বসয়ী মেয়ে মানসিক প্রতিবন্ধি। পোস্ট অফিসের সামনে দিয়ে চলাচল করে। আজ সামনে দিয়ে যাওয়ার সময় পোস্ট মাস্টার শহিদুল তাকে অফিসের ভিতরে ডাকেন। এরপর দশ টাকা দেবার কথা বলে কাগজপত্র গোছাতে বলে। তারপর তাকে ধর্ষণ করে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মেয়েটি বাইরে বের হয়ে কান্নাকাটি করতে থাকলে তাকে জিজ্ঞাসা করলে ধর্ষণের কথা জানায় সে। এরপর গ্রামবাসী পোস্ট মাস্টার শহিদুল ইসলামকে আটকে রেখে পুলিশে খবর দেয়।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, শিশু মেয়েটিকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা রেকর্ড করা হয়েছে।

সারাবাংলা/এসএস

গ্রেফতার ধর্ষণ পোস্ট প্রতিবন্ধি মাস্টার শিশু

বিজ্ঞাপন

খুলনায় জুট মিলে আগুন
১১ আগস্ট ২০২৫ ০৮:৩৯

আরো

সম্পর্কিত খবর