Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদক সেবন করে দা উঁচিয়ে উশৃঙ্খল আচরণ, যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ২৩:০৫

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গার পাকুরিয়া গ্রামের আলামিন মোল্লা (২৬) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, পাকুরিয়া গ্রামের আহাদ মোল্লার ছেলে আলামিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারসহ নিজে সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মাদকাসক্ত অবস্থায় আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, আলামিন মোল্লা মাদক সেবন করে এলাকাবাসীর সঙ্গে অশান্তি সৃষ্টি করত। আজ দুপুরে দা উঁচিয়ে লোকজনকে হুমকি দিচ্ছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটকের পর ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএস

আচরণ উশৃঙ্খল কারাদণ্ড দা উঁচিয়ে মাদক যুবক সেবন

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর