Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাইয়ের দিনলিপি
আ.লীগের আক্রমণ প্রতিহত সেনাবাহিনীর, পতন ঘোষণার অপেক্ষা…

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১০:০৭ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১২:৩৭

জুলাইয়ের দিনলিপি। ৪ আগস্ট ২০২৪। ছবি কোলাজ: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: ২০২৪ সালের আগস্টের শুরু থেকেই বন্দরনগরী চট্টগ্রামের রাজপথ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার দখলে চলে আসে। প্রতিদিন মিছিলে-মিছিলে সয়লাব থাকে নগরী। নিউমার্কেট মোড় হয়ে ওঠে হাজারো ছাত্র-জনতার ঠিকানা। বিপ্লবতীর্থ চট্টগ্রাম যেন দাবানলের মতো জ্বলে ওঠে। আন্দোলনের শুরু থেকে আক্রমণাত্মক হয়ে থাকা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের অধিকাংশই পিছু হটে চুপসে যায়।

সেদিন ৪ আগস্ট, বা ৩৫ জুলাই। সরকার পতনের একদফা দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সমর্থনে যথারীতি সকাল থেকে নগরীর নিউমার্কেট মোড়ে জড়ো হতে থাকেন আন্দোলনকারীরা। কারও মাথায়, কারও শরীরে, কারও হাতে লাল-সবুজের পতাকা জড়ানো। কেন্দ্রীয়ভাবে আওয়ামী লীগ আগেরদিনই আন্দোলন প্রতিহতের ঘোষণা দিয়েছিল। যদিও ততদিনে জনতার কাছে আওয়ামী লীগের পতনঘণ্টা বেজে গেছে। অপেক্ষা শুধু ঘোষণার। সেদিন নিউমার্কেট মোড়ে আন্দোলনকারীদের ওপর শেষবারের মতো হামলে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

কিন্তু উপস্থিত সেনাসদস্যদের সেদিন আর নীরব থাকতে দেখা যায়নি। তারাই সেই আক্রমণ প্রতিরোধ করেন। হামলা থেকে বাঁচার পর আন্দোলনকারীরা সেদিন সেনাসদস্যদের জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করেন। এ ঘটনা পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়।

নিউমার্কেট মোড়ে আন্দোলনকারীদের ওপর শেষবারের মতো হামলে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সারাবাংলা

নিউমার্কেট মোড়ে আন্দোলনকারীদের ওপর শেষবারের মতো হামলে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা। ছবি: সারাবাংলা

৪ আগস্ট বেলা ১২টার দিকে নিউমার্কেট মোড় থেকে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা রিয়াজউদ্দিন বাজার, তিনপুলের মাথা ও স্টেশন রোড এলাকায় বিভিন্ন মার্কেটে ঢুকে পড়ে। আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীদের আক্রমণের মুখে আন্দোলনকারী শিক্ষার্থী, সাধারণ মানুষ প্রায় পাঁচ ঘন্টা সেখানে অবরুদ্ধ ছিলেন। থেমে থেমে তাদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ চলছিল। আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিও ছোঁড়ে।

বিকেল ৫টার দিকে সেনাবাহিনীর একটি সাজোয়া যান নগরীল আমতল হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। সেই সাজোয়া যান দেখে অলিগলি থেকে কিছু আন্দোলনকারী স্লোগান দিতে দিতে বেরিয়ে আসেন। সাজোয়া যান এগিয়ে যেতেই সেনাসদস্যদের বহনকারী আরও কয়েকটি গাড়ি ওই এলাকায় আসে। তখন রিয়াজউদ্দিন বাজার, তামাকমুণ্ডি লেইন, জলসা মার্কেট, গোলাম রসুল মার্কেট, স্টেশন রোডের বিভিন্ন মার্কেট থেকে দলে দলে আন্দোলনকারীরা বেরিয়ে আসেন। তারা সেনাসদস্যদের উপস্থিতিতে স্লোগান দিতে দিতে নিউমার্কেট এলাকায় পৌঁছান।

এর মধ্যে তিনপুলের মাথা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে যেতে থাকলে সেনাসদস্যদের প্রতিরোধ করতে দেখা যায়। সেনাসদস্যদের প্রতিরোধের মুখে পড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটে। এ অবস্থায় আবারও নিউমার্কেট মোড় আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে চলে যায়।

নিউমার্কেট এলাকায় সেনাসদস্যরা আক্রমণকারীদের প্রতিহত করেন। ছবি: সারাবাংলা

নিউমার্কেট এলাকায় সেনাসদস্যরা আক্রমণকারীদের প্রতিহত করেন। ছবি: সারাবাংলা

তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আবারও আন্দোলনকারীদের লক্ষ্য ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল ছুঁড়তে থাকে। কিন্তু নিউমার্কেট এলাকায় সেনাসদস্যরা আক্রমণকারীদের প্রতিহত করেন। এতে নিউমার্কেটসহ আশপাশের এলাকা ছেড়ে যায় আওয়ামী লীগের সশস্ত্র নেতাকর্মীরা। আন্দোলনকারীদের সেনাসদস্যদের সাজোয়া যান ঘিরে উল্লাস করে স্লোগান দিতে দেখা যায়।

এর আগে নিউমার্কেট থেকে ছত্রভঙ্গ হয়ে একদল আন্দোলনকারী ওয়াসার মোড়ে এসে বিক্ষোভ শুরু করেন। এ সময় আলমাস মোড়ের দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা গিয়ে তাদের ওপর হামলার চেষ্টা করলে সেনাসদস্যরা প্রতিরোধ করেন। দিনভর সংঘাতে শতাধিক মানুষ আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলসহ নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

সন্ধ্যার পর নিউমার্কেট এলাকা থেকে আন্দোলনকারীরা সরে যান। এরপর তারা ভাগ হয়ে নগরীর বহদ্দারহাট ও আগ্রাবাদে গিয়ে অবস্থান নেয়। সেখানে বিক্ষোভের মধ্যে হামলার ঘটনা ঘটে। এদিন চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী এবং পটিয়ায় বিক্ষোভকারী ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

সারাবাংলা/আরডি/পিটিএম

৩৫ জুলাই ৪ আগস্ট চট্টগ্রাম জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর জুলাইয়ের দিনলিপি

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর