Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন বাংলাদেশের ইশতেহার হবে পথপ্রদর্শক: আখতার হোসেন

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৫ ২৩:৩৩

ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, ‘নতুন বাংলাদেশের যে ইশতেহার আজ ঘোষণা করা হবে, সেটিই হবে আগামী দিনের পথপ্রদর্শক। এই ইশতেহার অনুসরণ করেই আমরা প্রতিটি সংকটের সমাধানের পথ খুঁজে নেব।”

রোববার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রব্যবস্থা গড়তে চাই, যেখানে জনগণের প্রতি রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে। ২৪ দফার এই ইশতেহারের মধ্য দিয়ে যে দেশ পুনর্গঠিত হচ্ছে, সেই দেশে যদি আবার কোন আঘাত আসে, তাহলে নতুন প্রজন্ম সম্মিলিতভাবে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।’

বিজ্ঞাপন

আখতার হোসেন আরও বলেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, সাঁওতাল, চাকমাসহ কোনো জাতিগোষ্ঠীর সাথেই বৈষম্য থাকবে না। সব ধর্ম ও জাতিসত্ত্বার মানুষকে নিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই।’

তিনি ‘জুলাই সনদ’-কে আইনি স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে বলেন, ‘২০২৪ সালের আন্দোলনের ফসল হিসেবে যে ‘জুলাই সনদ’ রচিত হবে, সেটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে ‘জুলাই ঘোষণা’ প্রণয়ন করে তা আইনগতভাবে কার্যকর করতে হবে।’

সারাবাংলা/এফএন/এসএস

আখতার হোসেন ইশতেহার পথপ্রদর্শক বাংলাদেশ

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর