ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লড়াই থেকে কেউ সরে দাঁড়াবে না। এই আন্দোলন শুধু একটি সরকারের পতনের নয়—এটি একটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিরুদ্ধে মানুষের মুক্তির সংগ্রাম।
রোববার (৩ আগস্ট) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার লক্ষ্যে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সামান্তা শারমিন বলেন, “আমাদের এই গণঅভ্যুত্থান গড়ে উঠেছে শিক্ষা ও চাকরির সংকটকে কেন্দ্র করে। শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ও চাকরির কাঠামোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছেন।”
তিনি আরও বলেন, “আজ আমরা আপনাদের সঙ্গে নিয়ে যুদ্ধের আহ্বান জানাচ্ছি—এ যুদ্ধ হচ্ছে সর্বজনীন শিক্ষার অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ। আমরা এমন এক বাংলাদেশ গড়ব যেখানে শিক্ষা থাকবে সবার জন্য, সবার নাগালের মধ্যে।”
সমাবেশে তিনি দাবি করেন, “বাংলাদেশের ইয়াজিদ শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতেই হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনগণের আদালতে দাঁড় করানো হবে এবং তার অপরাধের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
এনসিপির এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলটির শীর্ষ নেতারা ও সহস্রাধিক জনতা। তারা ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এবং গণতন্ত্র ও ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পুনর্গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।