Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার আল-আকসা দখলের হুমকি ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট ২০২৫ ০৮:৪১ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১৩:০৬

আল-আকসা মসজিদ। ছবি: সংগৃহীত

এবার আল-আকসা মসজিদ ও পশ্চিমতীর পুরোপুরি দখলের হুমকি দিয়েছেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এছাড়া জেরুজালেমে পূর্ণ দখলদারিত্ব আরোপ করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।

রোববার (৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে ইসরায়েল কাটজ লেখেন, ‘ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল-আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব।’

তিনি জানান, তিনি পশ্চিম প্রাচীরে গিয়ে সেখানে জিম্মি ইসরায়েলি সেনা ও ইসরায়েলিদের নিরাপত্তা ও হামাসের পরাজয়ের জন্য প্রার্থনা করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, রোববার আল-আকসা প্রাঙ্গণে প্রার্থনা করেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। আল-আকসায় ইহুদিদের প্রার্থনা নিষিদ্ধ সত্ত্বেও এ কাজ করায় কঠোর নিন্দা জানিয়েছে সৌদি আরব।

এক বিবৃতিতে সৌদি আরব বলেছে, ‘আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উস্কানিমূলক কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানাচ্ছে সৌদি আরব। এ ধরনের কর্মকাণ্ড এ অঞ্চলে অস্থিরতা বাড়িয়ে দেবে।’

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো