Monday 11 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় ৬০০ বছর পর অগ্ন্যুৎপাত, ৬ কিমি উঁচু ছাইয়ের কুণ্ডলী

আন্তর্জাতিক ডেস্ক
৪ আগস্ট ২০২৫ ০৯:০১ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ০৯:২৮

অগ্ন্যুৎপাতের কারণে তৈরি হয় ছয় কিলোমিটার উঁচু ছাইয়ের কুণ্ডুলী দেখা যায়। ছবি: বিবিসি

রাশিয়ার পূর্বাঞ্চলে ৬০০ বছর পরে একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটেছে।

রোববার (৩ আগস্ট) ক্রাশেনিনিকভ নামের আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাতের কারণে তৈরি হয় ছয় কিলোমিটার উঁচু ছাইয়ের কুণ্ডুলী।

রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে রাশিয়ার পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের আঘাত হানে। সম্ভবত ভূমিকম্পের প্রভাবে ৬০০ বছর পর প্রথমবারের মতো ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

এদিকে, আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হলে তা মোকাবিলার জন্য রাশিয়ার বিশেষ সংস্থা ভলকানিক ইরাপশন টিমের প্রধান ওলগা গিরিনা বলেছেন, ‘৬০০ বছর পর ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত ঘটেছে। ইতিহাসে প্রথমবার প্রমাণিত অগ্ন্যুৎপাতের ঘটনা এটি।’

বিজ্ঞাপন

ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির অবস্থান কামস্কটকা উপদ্বীপে। সেখানে এটিসহ বেশ কিছু আগ্নেয়গিরি রয়েছে।

কামস্কটকা উপদ্বীপে গত বুধবার ৮ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। ভূমিকম্পের পরপরই কামস্কটকায় সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ক্লুচেভস্কয়েতে অগ্ন্যুৎপাত হয়। ওলগা গিরিনার মতে, ক্রাশেনিনিকভে অগ্ন্যুৎপাতের পেছনেও কারণ ছিল ভূমিকম্পের প্রভাব।

১৯৫২ সালের পর ওই অঞ্চলে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। ভূমিকম্পটি এত শক্তিশালী ছিল যে ফ্রেঞ্চ পলিনেশিয়া থেকে চিলি পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছিল।

এদিকে রাশিয়ার জরুরি সেবাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির উচ্চতা ১ হাজার ৮৫৬ মিটার। গতকাল অগ্ন্যুৎপাতের পর সেখানে সর্বোচ্চ ছয় কিলোমিটার উঁচুতে ছাই উড়তে দেখা যায়। ছাইয়ের কুণ্ডুলী পূর্ব দিকে প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছিল। তবে আশপাশে কোনো জনবসতি না থাকায় আশঙ্কার কিছু নেই।

সারাবাংলা/এসডব্লিউ

অগ্ন্যুৎপাত আগ্নেয়গিরি ছাইয়ের কুণ্ডলী রাশিয়া

বিজ্ঞাপন

ঢাকার বাতাসে স্বস্তি
১১ আগস্ট ২০২৫ ০৯:৪১

আরো

সম্পর্কিত খবর