Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ০৯:১৯ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১২:২১

বিদ্যুতায়িত। প্রতীকী ছবি

রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

রোববার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পীরগাছা উপজেলার বাসিন্দা শাহাবুদ্দিন (৪৫) এবং মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাবাজ বাজারের বাসিন্দা নজর আলী নামে একজন নতুন একটি সারের দোকান উদ্বোধন করেন। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান চলাকালে দোকানের বৈদ্যুতিক সংযোগে হঠাৎ কয়েকজন একসঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কাউনিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো