Wednesday 13 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমেছে

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১০:৫৯ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১১:০২

ছবি: সারাবংলা

ঢাকা: বর্ষার আগমনের পর থেকেই রাজধানী ঢাকার বাতাসে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, সহনীয় পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। এমনকি কিছুদিনের জন্য তা উন্নত দেশগুলোর কয়েকটি শহরের চেয়েও ভালো অবস্থানে ছিল।

সোমবার (৪ আগস্ট) সকাল ৮টা ৩০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, ঢাকার একিউআই স্কোর ছিল ৫৭, যা সহনীয় মানদণ্ডে পড়ে। ফলে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান এখন ৫৪তম।

তুলনামূলকভাবে, রোববার (৩ আগস্ট) ঢাকার একিউআই ছিল ৮৯, তখন শহরটি ছিল ২৩তম স্থানে।

বর্তমানে সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর কিনশাসা, যার একিউআই ১৮৫—যা ‘অস্বাস্থ্যকর’ বায়ুর সূচক।

বিজ্ঞাপন

১৫৬ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে কানাডার টরোন্টো, ১৫৫ সকর নিয়ে তৃতীয় স্থানে বাহরাইনের মানামা, ১৫২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে কানাডার মন্ট্রিয়ল এবং ১৪২ সকর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা।

আইকিউএয়ারের বিশ্লেষণ বলছে, ঢাকায় বায়ুদূষণের প্রধান উৎস হলো অতিক্ষুদ্র বস্তুকণা (PM2.5), যা মানুষের শ্বাসতন্ত্র ও হৃদযন্ত্রের জন্য দীর্ঘমেয়াদে মারাত্মক ঝুঁকি তৈরি করে। এমনকি ক্যানসারের আশঙ্কাও বাড়ায়।

একিউআই মান অনুযায়ী বায়ুর গুণমান, ০–৫০ স্কোরকে বিশুদ্ধ হিসেবে ধরা হয়। ৫১-১০০ স্কোরকে সহনীয় বায়ুমান হিসেবে ধরা হয়। ১০১-১৫০ স্কোরকে সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১-২০০ স্কোরকে আরও বেশি ঝুঁকিপূর্ণ ধরা হয়। ২০১–৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর বলে ধরা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর গৃহস্থালি ও পরিবেশগত বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে ৬৭ লাখ মানুষ মারা যান। অন্যদিকে, ব্রিটিশ মেডিকেল জার্নালের (BMJ) ২০২৩ সালের এক গবেষণায় বলা হয়েছে, শুধুমাত্র জীবাশ্ম জ্বালানিজনিত দূষণেই ৫২ লাখ মানুষের মৃত্যু ঘটে।

দীর্ঘ সময় দূষিত বাতাসে অভ্যস্ত থাকায় এখনও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তাদের নির্দেশনা—

  • অপ্রয়োজনে সংবেদনশীল ব্যক্তিদের বাইরে যাওয়া এড়ানো
  • মাস্ক পরিধান করা
  • নির্মাণস্থলে ছাউনি ও পানি ছিটানো
  • ট্রাক/লরিতে নির্মাণসামগ্রী ঢেকে রাখা
  • ধোঁয়াযুক্ত পুরোনো যানবাহন রাস্তায় না নামানো
  • কঠিন বর্জ্য পোড়ানো বন্ধ রাখা

সারাবাংলা/এফএন/ইআ

বিজ্ঞাপন

আকিজ মটরসে কাজের সুযোগ
১৩ আগস্ট ২০২৫ ১৫:১৪

আরো

সম্পর্কিত খবর