Saturday 13 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১১:০৫ | আপডেট: ৪ আগস্ট ২০২৫ ১১:০৮

তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সুনামগঞ্জের শ্রমিকরা।

সুনামগঞ্জ: বাস শ্রমিকদের সঙ্গে ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) শিক্ষার্থীদের সঙ্গে বাসের হেল্পারের কথা কাটাকাটি, গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন সুনামগঞ্জের শ্রমিকরা।

রোববার (৩ আগস্ট) বিকেল থেকে এই কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ফলে বাস চলাচল বন্ধ রয়েছে। দুর্ভোগে পড়েছেন গন্তব্যে যাওয়া সাধারণ যাত্রীরা।

তিন দফা দাবিগুলো হলো-গাড়ি ভাঙচুর ও মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কারাগারে আটক থাকা বাস চালকের জামিন প্রদান এবং সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদকের উপর হামলাকারীদের গ্রেফতার করা।

বিজ্ঞাপন

বিচারের দাবিতে গতকাল (রোববার) বিকেলে প্রথমে সড়ক অবরোধ করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। পরে পুলিশ প্রশাসনের অনুরোধে অবরোধ তুলে নিলেও, কর্মবিরতি পালন করছেন।

শ্রমিকদের অভিযোগ, গতকাল সকালে সুনামগঞ্জ শহরের মল্লিকপুরের বাসস্টেশন থেকে সকালে একটি বাস সিলেটের উদ্দেশে ছেড়ে যায়। বাসে শান্তিগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী উঠেন । শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে বাসের হেল্পারের কথা কাটাকাটি হয়। এ কারণে বাসের হেল্পার মারধরের শিকার হন। বিষয়টি জানাজানি হলে, বিকেলে শহরের নতুন বাসস্টেশনের সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

বন্ধ রয়েছে বাস চলাচল।

জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুরুল হক জানান, শান্তিগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা একটি গাড়ি ভাঙচুর করেছে। শ্রমিকদের মারধর করেছে।

তিন দফা দাবি জানিয়ে তিনি বলেন, ‘যারা গাড়ি ভাঙচুর করেছে ও মারধর করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের একজন বাস চালক পাঁচ মাস ধরে জেলে আছে, আমরা তার জামিনের দাবি জানাচ্ছি। এছাড়াও সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রচার সম্পাদক আনোয়ারের উপর হামলার মামলার আসামিদেরকে গ্রেফতার করতে হবে। শ্রমিকদের দাবি মানা না হলে কর্মবিরতি চলবে।’

তবে সুবিপ্রবি’র শিক্ষার্থীরা জানিয়েছেন, অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে হেল্পারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। হেল্পারের ধাক্কায় একজন শিক্ষার্থী আহত হয়েছেন। এ নিয়ে দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। শিক্ষার্থীরা হেল্পারকে মারধর করেনি।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানিয়েছেন, বিষয়টির সমাধানের জন্য উভয়পক্ষকে নিয়ে আজ বসবেন। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে।

সারাবাংলা/এসডব্লিউ
বিজ্ঞাপন

আরো