Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে চাঁদা নেওয়ার সময় ভুয়া এনএসআই সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১১:১৪

আটক নাজমুল হোসেন।

নাটোর: নাটোরের গুরুদাসপুরের খাদ্য গুদাম কর্মকর্তার থেকে পাঁচ লাখ টাকা চাঁদা নেওয়ার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম নাজমুল হোসেন। তার বিরুদ্ধে দুদকের তদন্তের ভুয়া চিঠি তৈরির অভিযোগ ছিল।

রোববার (৩ আগস্ট) রাতে উপজেলার মডেল মসজিদের সামনে থেকে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করা হয়।

আটক নাজমুল হোসেন গুরুদাসপুরে উপজেলার খামাড় নাচকৈড় গ্রামের মকবুল হোসেনের ছেলে।

জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন জানান, গত চার-পাঁচদিন আগে আটক নাজমুল নিজেকে এনএসআই ফিল্ড অফিসার পরিচয় দিয়ে গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তার মোবাইলে দুদকের ভুয়া চিঠি পাঠায়। পরে ফোন করে তার বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দেবেন বলে ভয়ভীতি দেখান। সেইসঙ্গে পাঁচ লাখ টাকা দাবি করেন।

বিজ্ঞাপন

বিষয়টি জেলা প্রশাসকসহ এনএসআই কর্মকর্তাদের জানালে ভুয়া ব্যক্তিকে ধরতে ফাঁদ পাতে এসএসআই সদস্যরা।

রোববার রাতে পাঁচ লাখ টাকা নিয়ে স্থানীয় এনএসআইয়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গুরুদাসপুর যান খাদ্য নিয়ন্ত্রক অফিসের এক কর্মকর্তা। এরপর প্রতারক নাজমুল গুরুদাসপুর পৌর এলাকার মডেল মসজিদের সামনে টাকা নিতে আসলে সেনাবাহিনীর সহায়তায় তাকে আটক করে থানায় হস্তান্তর করা হয়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসমাউল হক জানান, জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসের প্রধান সহকারী জুলহাস উদ্দিন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসডব্লিউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর