Monday 04 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় বিএসএফের গুলিতে ব্যবসায়ী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৫ ১২:১৪

হাসপাতালে গুলিবিদ্ধ আলমগীর হোসেন চিকিৎসাধীন রয়েছেন।

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শেখ আলমগীর হোসেন আলম নামে এক বাংলাদেশি ঘের ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (৪ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আলমগীর হোসেন আলম লক্ষীদাঁড়ি গ্রামের শেখ সাঈদ হোসেনের ছেলে।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আলমগীর হোসেন জানান, তার বাড়ির কাছের সীমান্তবর্তী কুমড়োর খালের পাশে শূন্যরেখা বরাবর একটি মাছের ঘের রয়েছে। সম্প্রতি অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায়। সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তিনি ঘের নেট দিয়ে ঘিরতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোজাডাঙা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তার মাথা, মুখমন্ডল, ডান চোখসহ বিভিন্ন স্থানে গুলি লাগে।

বিজ্ঞাপন

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এবিএম আক্তার মারুফ জানান, সোমবার সকালে আলমগীরকে জরুরী বিভাগে আনা হয়। তার মুখমন্ডল, মাথাসহ বিভিন্ন স্থানে গুলির চিহ্ন রয়েছে।

সাতক্ষীরার ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহম্মেদ জানান, তিনি আলম নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন বলে শুনেছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে, পরে জানানো হবে।

সারাবাংলা/এসডব্লিউ

বিএসএফ ব্যবসায়ী গুলিবিদ্ধ সীমান্তে গুলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর